ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাটারি গলির গ্যাঞ্জাম: ২২ ঘণ্টায় ভিউ ৪৮ লাখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ৩ জুলাই ২০২৩   আপডেট: ১৭:৫৩, ৪ জুলাই ২০২৩
ব্যাটারি গলির গ্যাঞ্জাম: ২২ ঘণ্টায় ভিউ ৪৮ লাখ

ব্যাটারি গলিতে বসবাস করেন ব্যতিক্রম কিছু যুবক। তাদের কেউ ড্যান্স নিয়ে ব্যস্ত, কারো মনোযোগ শরীর চর্চায়; আবার কারো কারো বিরোধ ইন্টারনেট ও ডিশ লাইনের ব্যবসা নিয়ে। এসবের মাঝে হঠাৎ সুন্দরী এক নারীর আগমন ঘটে। এরপর তাকে কেন্দ্র করে শুরু হয় বড় গ্যাঞ্জাম।

এমন গল্প নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করেন দুটো একক নাটক। এগুলো হলো— ‘ফিমেল’ ও ‘ফিমেল টু’। নাটক দুটি দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে। দর্শক চাহিদা বিবেচনা করে নির্মিত হয়েছে নাটকটির তৃতীয় পার্ট। রোববার (২ জুলাই) ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ফিমেল থ্রি’। বরাবরের মতো এ নাটকও দর্শকদের নজর কেড়েছে। ২২ ঘণ্টায় নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৪৮ লাখের বেশি।

আরো পড়ুন:

দর্শকরাও নাটকটির প্রশংসা করছেন। নীল নামে একজন লিখেছেন, ‘এ যেন হাসির কারখানা। যে কারো মন নিমিষেই ভালো হয়ে যাবে এই নাটকটি দেখলে।’ আরিয়ান নামে একজন লিখেছেন, ‘অমি ভাইয়ের কাজ মানেই হাসির বাক্স। মন ভালো রাখার ঔষুধ। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।’ জিতু লিখেছেন, ‘এবারের পর্বটা সেই হইছে, কারণ এবারের পর্বের মধ্যে অনেক পরিবর্তন আসছে।’

ভারতীয় একজন দর্শক লিখেছেন, ‘আমি ইন্ডিয়ান। বাংলাদেশের নাটক দেখে আমার গর্ব হয়। সব নাটকেই ভালো কিছু শেখার আছে, বাংলাদেশের নাটক হচ্ছে বিশ্ববিখ্যাত।’ প্রশংসাসূচক মন্তব্যের পাশাপাশি অনেক দর্শক নাটকটির চতুর্থ পার্ট নির্মাণের দাবি জানিয়েছেন। তবে এখনো পরবর্তী পার্ট নির্মাণের বিষয়ে মুখ খুলেননি নির্মাতা অমি।

তবে দর্শকদের প্রতি কৃজ্ঞতা জানিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘আপনারাই আমার শক্তি, আপনাদের এই ভালোবাসার জন্যই কাজ করার উৎসাহ পাই। দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।’ 

‘ফিমেল থ্রি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটোয়ারী, লামিমা লাম, শিমুল শর্মা, আরফানা মৃধা শিবলু প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়