ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গায়িকা অবন্তি সিঁথির বিয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৮ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:১০, ২৮ নভেম্বর ২০২৩
গায়িকা অবন্তি সিঁথির বিয়ে

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি। তার হবু বরের নাম অমিত দে। যুক্তরাজ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের একটি পার্টি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অবন্তি সিঁথি বলেন, ‘অমিতের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না; ৭-৮ মাস হবে। ও খুব ভালো গান করে। একসঙ্গে একটি গান করতে গিয়ে পরিচয় হয়েছে। যদিও গানটা শেষ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে।’

আরো পড়ুন:

কয়েক মাস আগে আশীর্বাদ হয়েছে সিঁথির। তা জানিয়ে এই গায়িকা বলেন, ‘বিয়ের পুরো আয়োজন পারিবারিকভাবেই হচ্ছে। দুই পরিবার বিয়ে পূর্ববতী যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেছেন। গত আগস্টে আমার আশীর্বাদ হয়েছে।’

সিঁথির হবু বর অমিত দে

সিঁথির হবুর বর অমিত দে প্রায় ১৩ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। সেখানে অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা শেষ করে একটি ফাইন্যান্স ফার্মে কর্মরত আছেন। পাশাপাশি গান করেন। তা ছাড়াও খুব ভালো কিবোর্ড ও পিয়ানো বাজাতে পারেন অমিত। লন্ডনে বসবাস করলেও অমিতের গ্রামের বাড়ি সিলেটে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়