ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪৩ বছর বয়সী স্বস্তিকার বিপরীতে ৩২ বছরের রাজ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১৪ মে ২০২৪   আপডেট: ১৬:৩৮, ১৪ মে ২০২৪
৪৩ বছর বয়সী স্বস্তিকার বিপরীতে ৩২ বছরের রাজ

কলকাতার বহুল আলোচিত-সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। এবার এই নায়িকাকে বাংলাদেশের হিমু আকরামের ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করবেন ৩২ বছর বয়সী শরিফুল রাজ।

সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে।  

এর আগে নির্মাতা জানিয়েছিলেন, অনেক লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা,  গল্পকার হিসেবে তার মনে হয়েছে এখানে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন। একজন মানুষের তিনটি লুক থাকতে হবে। ওই জায়গা থেকে চরিত্র মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পেলে তাকে নেওয়া হবে। 

অবশেষে শরিফুল রাজকে চরিত্রটির জন্য পারফেক্ট মনে করেছেন নির্মাতা।

নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল সিনেমাটিতে স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা।

এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। তিনি কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ নামে একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়