ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৩ বছরের বড় অভিনেতার সঙ্গে তারার প্রেম!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৩০, ৩ আগস্ট ২০২৪
১৩ বছরের বড় অভিনেতার সঙ্গে তারার প্রেম!

‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমাখ্যাত অভিনেত্রী তারা সুতারিয়া। কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও এ নিয়ে টু শব্দও করেননি এই যুগল।

একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দেড় বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা সুতারিয়া-অরুণোদয় সিং। তারা সম্পর্কের বিষয়টি পাবলিক করতে চাচ্ছেন না। তবে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের নাতি অরুণোদয়কে খুব পছন্দ তারার পরিবারের।

এদিকে, তারা সুতারিয়া-অরুণোদয় সিংয়ের বয়স নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। কারণ তাদের বয়সের ব্যবধান কম নয়।

 

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, তারা সুতারিয়া ১৯৯৫ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ২৮ বছর। অন্যদিকে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের নাতি অরুণোদয়। ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তার বয়স এখন ৪১ বছর। অর্থাৎ অরুণোদয়ের চেয়ে ১৩ বছরের ছোট তারা সুতারিয়া।

এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুতারিয়া। সুযোগ পেলেই এ জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে। ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। তবে গত বছরের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক।

 

অরুণোদয় সিং লি এলটনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিন বছর পর অর্থাৎ ২০১৯ সালে ভেঙে যায় এই সংসার।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়