ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

চঞ্চলের পদাতিকে নগ্ন দৃশ্য, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০৭, ৮ আগস্ট ২০২৪
চঞ্চলের পদাতিকে নগ্ন দৃশ্য, যা বললেন অভিনেতা

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ শিরোনামে এ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। তরুণ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার কোরক সামন্ত।

আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পদাতিক’ সিনেমা। এ উপলক্ষে কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। এতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন কোরক। ট্রেইলারে নগ্ন দৃশ্য দেখার পর থেকে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে, তৈরি হয়েছে বিতর্ক।

নগ্ন দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন কোরক। পরিবারের লোকজনের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমে। এ অভিনেতা বলেন, “দেখুন, আমি অভিনেতা। চরিত্রের খাতিরে, চিত্রনাট্যের প্রয়োজনে যা করতে হবে, করব। এই নিয়ে আমার কোনো দ্বিধা নেই। বাড়ির লোকজন আমার পেশার বিষয়ে জানেন। তাই এ নিয়ে অযথা মাথা ঘামান না। আর ‘পদাতিক’ নিয়ে তো নয়ই। বরং সিনেমাটিতে ছেলে আর কী কী করেছে, সেটা দেখার জন্য তারা কৌতূহলী।”

মঞ্চ থেকে ‘মন্দার’, ‘শিকারপুর’ সিরিজে অভিনয় করেন কোরক। বড় পর্দায় তাকে প্রথম সুযোগ দেন পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পরে সৃজিতের কাছে ‘পদাতিক’-এর জন্য তার নাম সুপারিশ করেন তিনি। কারণ পরিচালক তখন ‘তরুণ’ মৃণালকে খুঁজছিলেন।

এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি জায়গা পেয়েছে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে বলে জানা গেছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়