ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ বছরে আলিয়ার বড় ব্যর্থতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:২৬, ১৩ অক্টোবর ২০২৪
১০ বছরে আলিয়ার বড় ব্যর্থতা

আলিয়া ভাট অভিনীত নতুন সিনেমা ‘জিগরা’। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন ভাষণ বালা। ১১ অক্টোবর ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় এটি।

মুক্তির প্রথম দিনে মুখ থুবড়ে পড়ে ‘জিগরা’ সিনেমা। গত ১০ বছরে আলিয়া ভাট অভিনীত যত সিনেমা মুক্তি পেয়েছে, মুক্তির প্রথম দিনে এটি সবচেয়ে কম আয় করেছে।

আরো পড়ুন:

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, আলিয়া ভাট অভিনীত ‘হাইওয়ে’ সিনেমা ২০১৪ সালে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে এ সিনেমা আয় করেছিল ৩.৪৮ কোটি রুপি। তারপর আলিয়ার সিনেমা অন্তত পক্ষে ৭ কোটি রুপি আয় করেছে। ‘জিগরা’ সিনেমা মুক্তির প্রথম দিনে ৪.৫৫ কোটি রুপি আয় করে। ‘হাইওয়ে’ মুক্তির ১০ বছর পর আলিয়া অভিনীত কোনো সিনেমার ওপেনিং এতটা খারাপ হলো।

বলি মুভি রিভিউজের তথ্য অনুসারে, ‘জিগরা’ সিনেমা মুক্তির প্রথম দিনে আয় করে ৪.৫৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করে ৬.৫৮ কোটি রুপি। দুই দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১.১৩ কোটি রুপি।

‘জিগরা’ সিনেমায় আরো অভিনয় করেছেন— বেদাং রায়না, জ্যাসন শাহ, আদিত্য নন্দা, মনোজ, রাহুল রবীন্দ্র প্রমুখ। ৯০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ধর্ম প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন আলিয়া ভাট।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়