ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অহনা রুশোর ‘প্রবাসীর স্ত্রী-টু’

প্রকাশিত: ১৬:১৮, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৫৪, ৫ জানুয়ারি ২০২৫
অহনা রুশোর ‘প্রবাসীর স্ত্রী-টু’

নতুন বছরের শুরুতে নতুন নাটক প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইভিউ ফিল্মস। ‘প্রবাসীর স্ত্রী’ শিরোনামের নাটকের সাফল্যের পর নির্মাণ করা হয় ‘প্রবাসীর স্ত্রী-টু’। আসাদুজ্জামান সোহাগের লেখা নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও মডেল অভিনেতা রুশো শেখ।

গত ৩ জানুয়ারি বিকেলে নাটকটি স্কাইভিউ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ‘প্রবাসীর স্ত্রী টু’ নাটকটি রিলিজের এক ঘণ্টার মধ্যে দর্শক নাটকটি নিয়ে খুব ভালো ভালো রিভিউ ও কমেন্ট করছেন। এরই মধ্যে নাটকটির ভিউ ১ মিলিয়ন ছাড়িয়েছে।

আরো পড়ুন:

নাটকের গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে। এগিয়ে চলে নাটকের কাহিনি। পুবাইলের একটি রিসোর্টে টানা দুদিন নাটকের শুটিং হয়েছে।

নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে আশাবাদী পুরো টিম। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অহনা বলেন, “নাটকটির দ্বিতীয় কিস্তিও চাইছিলেন দর্শক। পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। অপেক্ষার পালা শেষ। সুন্দর একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে মডেল অভিনেতা রুশো শেখসহ আরো অনেকেই। আশা করছি, দর্শক ভালো একটি গল্প পাবেন।”

রুশো শেখ বলেন, “প্রথমেই বলতে চাই অহনার কথা। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। এবারো শুটিংয়ের সময় তার কাছে অনেক সহযোগিতা পেয়েছি। প্রবাসীর স্ত্রী থেকে দ্বিতীয় পার্টের গল্প বেশি শক্তিশালী। আমাকে দর্শক ভালোভাবে নিয়েছেন। এই দুই নাটকের মাধ্যমে আমার ক্যারিয়ার নতুন করে দাঁড়িয়েছে। সেইটার জন্য পরিচালকের কাছে আমি চির কৃতজ্ঞ। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, “অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী। নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তার অভিনয়দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারেন না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে কথা দিলাম।”

‘প্রবাসীর স্ত্রী-টু’ নাটকে আরো অভিনয় করেছেন জেরিন খান রত্না, শিশুশিল্পী আদিবা সুলতানা, পৃথা, সৈয়দ শিপুল, টুম্পা মাহবুব।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়