ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

রাত ৮টায় মদের বোতল খুলে বসি: গোবিন্দর স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
রাত ৮টায় মদের বোতল খুলে বসি: গোবিন্দর স্ত্রী

স্বামীর সঙ্গে সুনীতা আহুজা

বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। ব্যক্তিগত জীবনে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৭ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল। দীর্ঘ এই পথচলায় তাদের দুই সন্তান— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন।

গোবিন্দর স্ত্রী সুনীতা স্বামী-সন্তান-সংসার ছাড়া আর কিছু করেননি। অভিনয়ে পা বাড়ানোও সুযোগ থাকার পরও সে পথে পা রাখেননি সন্তানদের জন্য। অর্থাৎ স্বামী-সন্তানদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কমতি নেই তার। কিছুদিন আগে হিন্দি রুশকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা এসব তথ্য জানান।

এবার ‘নিজের জন্য বাঁচার’ নতুন তথ্য দিলেন সুনীতা আহুজা। কার্লি টলসকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন তিনি। শুধু তাই নয়, গত ১২ বছর ধরে একা নিজের জন্মদিন উদযাপন করেন। এসময় স্বামী-সন্তানদেরও সঙ্গে রাখেন না তিনি।

আরো পড়ুন:

সুনীতা আহুজা বলেন, “স্বামী-সন্তানদের নিয়ে ভাবতে থাকলে কখন নিজের জন্য বাঁচবেন? প্রত্যেক বছর আমার জন্মদিনের সকালে মন্দিরে যাই। মাঝে মাঝে গুরুদ্বার, মাতার মন্দির বা অন্য কোনো মন্দিরেও যাই। রাত ৮টা বাজার পরই আমি একা কেক কাটি এবং মদের বোতল খুলে ড্রিংক করতে থাকি।”

জীবনবোধ খানিকটা ব্যাখ্যা করে সুনীতা আহুজা বলেন, “দুটোরই ভারসাম্য বজায় থাকে। মানে পূজাও হয় এবং পার্টিও হয়। আপনি পৃথিবীতে একা এসেছেন, যাবেনও একা। নিজের জন্য কীভাবে বাঁচতে হয় তা শিখতে হবে।”

নারীদের পরামর্শ দিয়ে সুনীতা আহুজা বলেন, “আমি প্রতিটি নারীকে বলতে চাই, তোমাদের নিজের জন্য সময় বের করা উচিত। জীবন তো কেবলই স্বামী-সন্তান নিয়েই কেটে যাচ্ছে। কখন নিজের জন্য বাঁচবেন? এ কারণে আমি একা সময় কাটাতে পছন্দ করি। আমি আমার স্বামী-বাচ্চাদের যত্ন নিয়েছি। এখন আমাদেরও নিজেদের জন্য বাঁচতে হবে। প্রতিটি নারীর নিজের কথা ভাবা উচিত।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়