আল্লু-স্নেহার ‘সিনেমাটিক’ প্রেম-বিয়ে

সন্তানদের নিয়ে বিবাহবার্ষিকীতে কেক কাটছেন আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি
ভালোবেসে স্নেহা রেড্ডির সঙ্গে ঘর বেঁধেছেন ‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুন। গতকাল ছিল এ দম্পতির ১৪তম বিবাহবার্ষিকী। দুই সন্তান নিয়ে বিশেষ দিনে কেক কাটেন এই যুগল।
কেক কাটার নানা মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্নেহা। তবে এসব ছবিতে আর কাউকে দেখা যায়নি। কেবল দুই সন্তানকে সঙ্গে নিয়ে কেক কাটতে দেখা যায় আল্লু-স্নেহাকে।
আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডির প্রেম-বিয়ের গল্প বেশ সিনেমাটিক। অনেকটা চড়াই-উতরাই পেরিয়ে প্রিয় মানুষকে আপন করে পেয়েছেন তারা। চলুন জেনে নিই এ দম্পতির প্রেম-বিয়ের গল্প।
আল্লু-স্নেহার প্রথম দেখা
বন্ধুর বিয়েতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আল্লু অর্জুন। সেখানেই স্নেহা রেড্ডিকে প্রথম দেখেন এই অভিনেতা। আর প্রথম দেখাতেই প্রেমে পড়েন। এক বন্ধুর মাধ্যমে স্নেহার সঙ্গে পরিচয় হয়। বিয়ের অনুষ্ঠানে দু’জনের মধ্যে সখ্য গড়ে ওঠে। কিন্তু সেখানেই শেষ; পরবর্তীতে আর যোগাযোগ হয়নি।
প্রথম ডেট
স্নেহাকে যেন কিছুতেই ভুলতে পারছিলেন না আল্লু। বন্ধুরাও তাকে জোর করছিলেন মেসেজ পাঠাতে। পরে মুঠোফোনে মেসেজ পাঠালে তাতে সাড়া দেন স্নেহা এবং দু’জনের মধ্যে কথা শুরু হয়। এরপর পুনরায় দেখা করার পরিকল্পনা করেন তারা। প্রথম ডেটে একে অপরের সঙ্গ পছন্দ হয় তাদের। এরপর নিয়মিত দেখা করতে শুরু করেন। ফলে তাদের মধ্যে বোঝাপড়া ভালো হতে থাকে। ধীরে ধীরে পরস্পরের প্রেমে পড়েন তারা। এক সময় বিয়ের পরিকল্পনা করেন। যদিও সবকিছু গোপনেই করছিলেন এই জুটি।
আল্লু-স্নেহার প্রেমেও কাঁটা
আল্লু-স্নেহার প্রেম কাহিনিতেও ছিল বাধা। তাদের প্রেমের কথা জানতে পারেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। বাবার কাছে বিষয়টি স্বীকার করেন আল্লু অর্জুন। স্নেহাকে বিয়ে করতে চাওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে, স্নেহার বাবা কেসি শেখর রেড্ডি ছিলেন ব্যবসায়ী। দু’জনের পরিবারই তাদের বিয়ের বিপক্ষে ছিলেন। কিন্তু আল্লু ও স্নেহা কোনোভাবেই পরস্পরকে ছাড়তে রাজি ছিলেন না। অনেকটা বাধ্য হয়েই দুই পরিবার একত্রিত হন এবং এই জুটির বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ে ও সন্তান
২০১০ সালের ২৬ নভেম্বর বাগদান সারেন আল্লু অর্জুন ও স্নেহা। এ সময় তাদের আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এর প্রায় তিন মাস পর ২০১১ সালের ৬ মার্চ বিয়ে করেন আল্লু ও স্নেহা। ২০১৪ সালে এ দম্পতির ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান আল্লু আয়ান। এর দুই বছর পর তাদের মেয়ে আল্লু আরহার জন্ম হয়।
তথ্যসূত্র: সিয়াসাত ডটকম
ঢাকা/শান্ত