ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কত টাকা আয় করল সালমান-রাশমিকার সিনেমা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১ এপ্রিল ২০২৫   আপডেট: ১৩:০১, ১ এপ্রিল ২০২৫
কত টাকা আয় করল সালমান-রাশমিকার সিনেমা?

‘সিকান্দার’ সিনেমার দৃশ্য

সালমান খান-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। মুক্তির আগে থেকে আলোচনায় থাকলেও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সমালোচকরা।

এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির রেটিং খুব একটা ভালো নয়। চলচ্চিত্র সমালোচক ঋষভ সুরি বলেন, “সালমান খান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামগ্রিকভাবে ‘সিকান্দার’ সেই ঈদি সিনেমা নয়।” তবে বক্স অফিসে সিনেমাটির যাত্রা মোটামুটিভাবে শুরু হয়েছে।

আরো পড়ুন:

বলি মুভি রিভিউজ জানিয়েছে, চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি দ্বিতীয় (২৫ কোটি রুপি, নিট)। প্রথম অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি, নিট)। দুই দিনে বিশ্বব্যাপী ‘সিকান্দার’ আয় করেছে ৫৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৬৬ লাখ টাকার বেশি)।

‘সিকান্দার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।

রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়