ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঊননব্বইতেও অপ্রতিরোধ্য ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৫ এপ্রিল ২০২৫  
ঊননব্বইতেও অপ্রতিরোধ্য ধর্মেন্দ্র

ব্যায়ামের ফাঁকে কথা বলেন ধর্মেন্দ্র

জিমে বসা বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তার পরনে অ্যাথলেটিক ড্রেস, মাথায় ক্যাপ। ব্যায়ামের ফাঁকে কথা বলছেন ৮৯ বছরের এই অভিনেতা। গতকাল ধর্মেন্দ্র তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।

বয়স কেবলই সংখ্যা, জিমে গিয়ে ঘাম ঝরিয়ে তা আরো একবার প্রমাণ করলেন ধর্মেন্দ্র। ভিডিওতে এই অভিনেতা বলেন, “বন্ধুরা, আমি ব্যায়াম ও ফিজিওথেরাপি শুরু করেছি। আশা করছি, এটা দেখে তোমরা আনন্দিত হবে। আমার উরু এবং পেশীগুলো দেখো।” এরপরই নিজের উরু ও পেশী প্রদর্শন করেন ধর্মেন্দ্র।

আরো পড়ুন:

ধর্মেন্দ্রকে ব্যায়াম করতে দেখে বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। কেবল তাই নয়, শোবিজ অঙ্গনের তারকারাও দারুণ উচ্ছ্বসিত। এতে মন্তব্য করেছেন তার পুত্র সানি দেওল ও কন্যা এশা দেওল। অভিনেতা রণবীর সিং লেখেন, “অরজিন্যাল হি-ম্যান।” আমিশা প্যাটেল লেখেন, “সবচেয়ে সুদর্শন ও অমায়িক মানুষ।” টাইগার শ্রফ আগুন এবং লাল রঙের হার্টের ইমোজি পোস্ট করেছেন। তা ছাড়াও রেমো ডিসুজা, স্মিতা প্যাটেলসহ অনেক তারকাই মন্তব্য করেছেন।

শারীরিকভাবে খুব একটা ভালো নেই ধর্মেন্দ্র। গত বছরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়েছে। সেই সময়ে নিজের ছবি প্রকাশ করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

এ বয়সেও সিনেমায় অভিনয় করছেন ধর্মেন্দ্র। গত দুই বছরে তার অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। ‘ইক্কিস’ নামে একটি হিন্দি সিনেমার কাজও শেষ করেছেন। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়