ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কান: প্রতিযোগিতা বিভাগে লড়বে ২২ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৩ মে ২০২৫   আপডেট: ১৪:১৪, ১৩ মে ২০২৫
কান: প্রতিযোগিতা বিভাগে লড়বে ২২ চলচ্চিত্র

‘ঈগলস অব দ্য রিপাবলিক’ সিনেমার দৃশ্য

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। সোমবার (১৩ মে) পর্দা উঠবে এই উৎসবের। বরাবরের মতো হলিউড, বলিউডসহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এতে যোগ দেবেন।

পৃথিবীর অন্যতম বড় এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২২টি সিনেমা। বাংলাদেশের ‘আলী’ সিনেমাও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। তবে আদনান আল রাজীব নির্মিত এই চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য বিভাগে লড়বে।

আরো পড়ুন:

সেরার লড়াইয়ে মূল প্রতিযোগিতা বিভাগে ২২টি চলচ্চিত্র রয়েছে। এগুলো হলো— জুলিয়া দুকোর্নোর ‘আলফা’, লিন র‌্যামসের ‘ডাই মাই লাভ’, ডোমিনিক মলের ‘দোসি ১৩৭’, তারিক সালেহের ‘ঈগলস অব দ্য রিপাবলিক’, আরি অ্যাস্টারের ‘এডিংটন’, মারিও মারতোনের ‘ফুঅরি’, জিন-পিয়েরে দার্দেন, লুক দার্দেনের ‘জুন মেহ’, পাই কানের ‘কুং ই সি দাই’, হাফসিয়া হার্জির ‘লা পেতিত দেহনিয়া’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভাগ’, ক্লেবার মেন্ডোঞ্চা ফিলও-এর ‘ও এজেন্ট সিক্রেতু’

হায়াকাওয়া সিয়ের ‘রোনোয়া’, কার্লস সাইমনের ‘রোমেরিয়াঁ’, অলিভার ল্যাক্সের ‘সিরাট’, মাসার ‘সাউন্ড অব ফলিং’, অলিভার হারমানাসের ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’, কেলি রাইহার্ডের ‘দ্য মাস্টারমাইন্ড’, ওয়েস অ্যান্ডারসনের ‘ফোনিশিয়ান স্কিম’, সের্গেই লোজনিতজার ‘টু প্রসিকিউটর’, জাফর পানাহির ‘আন সিম্পল অ্যাকসিডেন্ট’, সাঈদের ‘জাম ও বাচি’।

৭৮তম এই আসরে ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশের নেতৃত্বাধীন জুরি টিমে রয়েছেন আটজন। সবচেয়ে বড় চমক পায়েল কাপাডিয়া। গত বছর এই ভারতীয় নির্মাতার সিনেমা অল উই ইমাজিন অ্যাজ লাইট গ্রাঁ প্রি জিতেছিল। এ ছাড়া আছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি।

তাছাড়াও রয়েছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা হং সাং-সু, কঙ্গোর নির্মাতা দিওদো হামাদি, মেক্সিকোর নির্মাতা কার্লোস ইয়োয়াজ, ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরভাকের, ফরাসি-মরোক্কান লেখক ও সাংবাদিক লেইলা স্লিমানি এবং মার্কিন অভিনেতা জেরেমি স্ট্রং। আগামী ২৪ মে এ প্রতিযোগিতার ফলাফল জানা যাবে।

তথ্যসূত্র: ফেস্টিভ্যাল-কানস ডটকম

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়