বিলাসবহুল গাড়ি কিনলেন তৃপ্তি
বিলাসবহুল গাড়ির সামনে তৃপ্তি (ইনসেটে)
কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ৩১ বছর বয়সি এই অভিনেত্রী।
তৃপ্তির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ‘অ্যানিমেল’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল এটি। শুধু তাই নয়, এরপর থেকে অনেকটা বদলে গেছে তৃপ্তির ক্যারিয়ার-জীবন। একের পর এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন। বাড়িয়েছেন পারিশ্রমিকও। বিলাসবহুল ফ্ল্যাট কিনার পর এবার গাড়ি কিনলেন তৃপ্তি।
তৃপ্তির গাড়ির ভিডিও দেখতে ক্লিক করুন
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, পোরশে ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি কিনেছেন তৃপ্তি। পোরশে ৯১১ কারেয়া মডেলের গাড়িটি কিনতে ব্যয় করেছেন কয়েক কোটি টাকা। নীল রঙের এ গাড়ির মূল্য ২.১১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২ লাখ টাকা)।
২০২৩ সালের ১ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে যায়।
এরপর বেশ কটি জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তৃপ্তি দিমরি। এ তালিকায় রয়েছে— ‘ব্যাড নিউজ’, ‘ভুল ভুলাইয়া থ্রি’ অন্যতম। বর্তমানে তৃপ্তির হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— ‘ধড়ক টু’, ‘অর্জুন উস্তারা’।
ঢাকা/শান্ত