ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

হঠাৎ তুমুল আলোচনায় জয়া 

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১১ জুন ২০২৫   আপডেট: ১৩:১৯, ১১ জুন ২০২৫
হঠাৎ তুমুল আলোচনায় জয়া 

জয়া আহসান

ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তির আগে থেকেই সিনেমার নায়িকা, গান, টিজার, ট্রেলার নিয়ে আলোচনাও শুরু হয়ে ছিলো। আলোচনার কেন্দ্রে ছিলেন সাবিলা নূর এবং তাসনিয়া ফারিণ। কিন্তু দিন যত গড়াচ্ছে আলোচনার আলোয় তত বেশি স্পষ্ট হচ্ছে জয়া আহসানের মুখ ও নাম।

সিনেপ্রেমীরা বলছেন, মেগাস্টার শাকিব খানের খুব কম সিনেমায় নারী চরিত্ররা দাপিয়ে বেড়াতে পারে। দেখা যায় যে নারী চরিত্রগুলো সেরকম স্পেস পান না বা পেলেও সঠিকভাবে নিজেদের অভিনয় প্রতিভা দেখাতে পারেন না। আবার অনেক সময় দেখালেও শেষ পর্যন্ত চরিত্রগুলো পর্দায় ঠিকঠাকভাবে আসে না। সেক্ষেত্রে ‘তাণ্ডব’ ব্যতিক্রম। এ সিনেমায় শক্তিশালী চরিত্র পেয়েছেন জয়া আহসান।

তিনি নিজের আনপ্যারালাল অভিনয় প্রতিভা দিয়ে সেটি বেশ ভালোভাবে কাজেও লাগিয়েছেন এবং শেষ পর্যন্ত তাণ্ডব সিনেমার ‘সায়রা’ আইকনিক চরিত্রে রূপান্তর হয়েছে। এই চরিত্রটি দর্শক মনে রাখবেন।

আরো পড়ুন:

জয়া আহসানের গ্ল্যামার নিয়েও উচ্ছ্বসিত দর্শক। দর্শকদের প্রতিক্রিয়া হলো, সুন্দরী জয়া আহসানকে শেষ কবে কোনো সিনেমায় এতো লেগেছে, মনে পড়েনা। সাংবাদিক চরিত্রে জাদুকরী স্ক্রিন প্রেজেন্স ধরে রাখতে পেরেছেন জয়া আহসান। নজর কেড়েছে জয়া আহসানের বডি ল্যাংগুয়েজও।

এই ঈদে জয়া আহসান অভিনীত উৎসব সিনেমাতেও জয়ার চরিত্রটি দর্শকের মনে ধরেছে। তানিম নূরের ‘উৎসব’ সিনেমাতে কমেডি চরিত্র রূপায়ন করেছেন। কিন্তু তার সংলাপ জীবনবোধের গভীরতা প্রকাশ করেছে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়