ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি আফরান নিশোর ফ্যান: স্বস্তিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৯ জুন ২০২৫   আপডেট: ০৯:২৭, ২৯ জুন ২০২৫
আমি আফরান নিশোর ফ্যান: স্বস্তিকা

আফরান নিশো, স্বস্তিকা মুখার্জি

বাংলাদেশের অভিনেতা আফরান নিশোর সুপার ন্যাচারাল অভিনয় মুগ্ধ করেছে ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। তিনি নাকি আফনার নিশোর প্রায় সব কাজ দেখেছেন। কখনও চরকি থেকে আবার কখনও হৈ চৈ থেকে। স্বস্তিকা আফরান নিশোর প্রতি এতো মুগ্ধ যে তিনি বিলবোর্ডে প্রিয় অভিনেতার ছবি দেখলে খুশিতে লাফিয়ে ওঠেন।

স্বস্তিকা মুখার্জি বলেন, ‘‘আমি আফরান নিশোর ফ্যান। মানে আমি উনার খুবই বেশি ফ্যান। আমি উনার সব কাজ দেখেছি। চরকিতে যেগুলো আছে, হৈচৈতে যেগুলো আছে—সিন্ডিকেট, কাইজার সব দেখেছি। একবার আমি গাড়িতে যাচ্ছিলাম, ওনার একটা অ্যাডের ছবি দেখলাম, সেটা দেখেও আমি লাফিয়ে উঠেছিলাম।’’ 

আরো পড়ুন:

উল্লেখ্য, অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয় যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান ‘টকিজ’ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। এরপরে বিজ্ঞাপন, মডেলিং, নাটকে অভিনয়, ওয়েব সিরিজে অভিনয় এবং একের পর এক সিনেমাও করে যাচ্ছেন। সম্প্রতি অনেক বেশি আলোচনা ও সমালোচনায় আসেন শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিও দিয়ে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়