ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিশো-চঞ্চল একসঙ্গে ‘দম’

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৮ জুলাই ২০২৫   আপডেট: ১৮:১৬, ৮ জুলাই ২০২৫
নিশো-চঞ্চল একসঙ্গে ‘দম’

‘দম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিতব্য এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে ‘দম’-এর গল্প। রনি বলেন, ‘‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প—‘পাওয়ার অফ আ কমন ম্যান’। বহুদিন ধরে এমন একটি চরিত্র খুঁজছিলাম, যা দর্শকদের অনুপ্রাণিত করবে।”

অন্যদিকে আফরান নিশো বলেন, “এমন গল্প নিয়ে আগে সিনেমা হয়েছে বলে মনে হয় না। পারফরম্যান্সের জায়গা থেকে এটি বেশ চ্যালেঞ্জিং। আমার ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর ‘দম’ হতে যাচ্ছে আরও বড় ক্যানভাসের একটি গল্প।”

এ সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বরে। তখন জানানো হয়েছিল, চঞ্চল চৌধুরী অভিনয় করবেন। পরে যুক্ত হন নিশোও।

চঞ্চল বলেন, “রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে, এটাই আনন্দের। ‘দম’-এর গল্প অসাধারণ ও চ্যালেঞ্জিং। দর্শকরাও চমকে যাবেন।”

সিনেমাটির নারী চরিত্র, শুটিং লোকেশন ও সময় এখনও প্রকাশ করা হয়নি। প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

ঢাকা/রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়