ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যীশু নেই, কেমন আছেন নীলাঞ্জনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১০:৩৯, ৯ জুলাই ২০২৫
যীশু নেই, কেমন আছেন নীলাঞ্জনা?

নীলাঞ্জনা, যীশু

টলিউডের আলোচিত দম্পতি যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। কিন্তু সেই হাসিখুশি সংসারটি আর নেই। এই দম্পতির দুই কন্যাও আর যীশুর সঙ্গে থাকেন না। দুই কন্যাকে নিয়ে কেমন আছেন নীলাঞ্জনা?

যেকোনো মানুষের জীবনে প্রিয় মানুষটি অনেকখানি জায়গাজুড়ে থাকেন। প্রিয় মানুষটি চলে যাবার পর শূন্যতা তৈরি হয় কিন্তু সেই শূন্যতাও নানাভাবে পূর্ণতা পেতে শুরু করে। নীলাঞ্জনার জীবন ও সংসারের গল্পটিও তাই। 

আরো পড়ুন:

দুই মেয়েকে নিয়ে নিজের মতো সংসার সাজিয়েছেন নীলাঞ্জনা। একটা সময় নিজেকে কয়েক মাসের জন্য গুটিয়ে নেন যীশু। যদিও এখন অবশ্য তিনি স্বমহিমায় ফিরেছেন শোবিজে। একটি রিয়েলিটি শোয়ের মঞ্চে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে হাজিরও হচ্ছেন যীশু। 

অন্য দিকে, টিভি নাটক প্রযোজনায় মন দিয়েছেন নীলাঞ্জনা। ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘‘দুই মেয়ে ছাড়া আমার পক্ষে কিছুই করা সম্ভব হত না।’’ 

একটি টিভি চ্যানেলে নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার প্রথম ধারাবাহিক ‘দাদামণি’র সম্প্রচার শুরু হয়েছে। যদিও এর আগে যিশুর সঙ্গে বিচ্ছেদের সময় ‘হরগৌরী পাইস হোটেল’-এর প্রযোজকের দায়িত্ব পালন করেছেন নীলাঞ্জনা। তবে শোনা যায়, সেখানে যিশুর অংশীদারিত্ব ছিল। 

এ বার অবশ্য একেবারে ‘একলা চলো রে’ নীতি প্রযোজনায় নেমেছেন নীলাঞ্জনা। মায়ের এই প্রথম পদক্ষেপের সঙ্গে রয়েছে দুই কন্যা সারা ও জারা। 

নীলাঞ্জনা বলেন, ‘‘আমার নতুন শোয়ের সম্প্রচার শুরু হয়েছে। এতোদিন অবশ্যই চিন্তায় উদ্বেগে ছিলাম। আমার প্রত্যেক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা সহ্য করেছে সারা ও জারা। আমি যে কাজটি করতে পেরেছি তাতেই গর্বিত।’’

নীলাঞ্জনা জানিয়েছেন সব কিছু স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং নিজের কাজ চালিয়ে নেওয়ার শক্তি পেয়েছেন দুই মেয়ের কাছ থেকে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়