শুটিং থেকে ফেরার পথে শ্লীলতাহানির শিকার অভিনেত্রী
শুটিং শেষে ভোর রাতে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের এক অভিনেত্রী। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে যাদবপুরের সুলেখা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। এ বিষয়ে দুই যুবকের বিরুদ্ধে যাদবপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম টিভি নাইন এক প্রতিবেদনে জানিয়েছে, ভোর রাতে শুটিং থেকে ফেরার সময় ঘটনাটি ঘটে। ফেরার পথে বন্ধুদের সঙ্গে রাস্তার ধারে চা পান করার জন্য নামেন অভিনেত্রী। সেখানে পার্কিং নিয়ে বিরোধ তৈরি হয়। পরে অভিনেত্রীকে কটূক্তি ও শারীরিকভাবে হেনস্তা করেন দুই যুবক।
এ অভিনেত্রীর অভিযোগ, পিছনে থেকে আসা একটি গাড়ির দুই যুবক প্রথমে গালিগালাজ ও অশোভন কটূক্তি শুরু করে। প্রতিবাদ করলে ওই দুই যুবক গাড়ি থেকে বেরিয়ে অভিনেত্রীর ওপর হামলা চালায়। তার বন্ধুরাও রীতিমতো আঘাত পান। তাদের ঘুষি, ধাক্কাধাক্কি, মারধর করা হয়।
ভুক্তভোগী অভিনেত্রী টিভি নাইনকে বলেন, “আমার হাতে গায়ে বেশ কয়েকটি আঘাত রয়েছে। গাড়ি পার্কিং থেকে বচসা শুরু। আমার বন্ধুরা আমাকে নিরাপত্তা দিতে এগিয়ে এলে ওদের ওপর হামলা চালায়। পুলিশের সামনেই আমাকে ঘুষি মেরেছিল। বলছিল— ‘মেরে দেব— কাল সকালে খুঁজে পাবে না।’ প্রথমে পুলিশ মামলা না নিয়ে মিটমাট করতে বলে। পরে প্রতিবাদ জানালেন মামলা নেয় পুলিশ।”
ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ (২), ১২৬ (২), ৩৫১ (২), ৭৯ এবং ৩ (৫)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেন অভিনেত্রী। তরুণী ও তার বন্ধুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন যুবকেরাও!
ঢাকা/শান্ত