ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিএমভির সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা-শিল্পীরা

প্রকাশিত: ১৫:৫৭, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:০৬, ২১ আগস্ট ২০২৫
সিএমভির সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা-শিল্পীরা

ছবির কোলাজ

প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেল ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে অর্জিত এই সাফল্য বাংলাদেশের ইতিহাসে নতুন রেকর্ড। কারণ নাটকের চ্যানেল হিসেবে এই অর্জন কেবল সিএমভির দখলে রয়েছে। 

২০১৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা সিএমভির চ্যানেলে এ পর্যন্ত অসংখ্য বড় বাজেটের নাটক, টেলিফিল্ম ও সিরিজ প্রকাশিত পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, “শূন্য থেকে ১০ মিলিয়ন—এই পথ সহজ ছিল না। শিল্পী-কলাকুশলীদের পরিশ্রম, দর্শকের ভালোবাসা এবং সবার সহযোগিতায় সিএমভি আজকের জায়গায় পৌঁছেছে। এই সাফল্য আমার একার নয়, সবার।” 

আরো পড়ুন:

সিএমভির এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন টিভি ইন্ডাস্ট্রির শিল্পী ও নির্মাতারা। অভিনেতা লুৎফর রহমান জর্জ বলেন, “পাপ্পু ভাই শুধু ব্যবসা নয়, কাজের প্রতি দরদ থেকেই এতদূর এসেছেন।” নির্মাতা জাকারিয়া সৌখিনের মতে, “ভাইরালের পেছনে না ছুটে মানসম্মত কাজ করাই সিএমভির সাফল্যের মূল কারণ।” অভিনেতা জোভান আহমেদ বলেন, “প্রতিটি প্রজেক্টে প্রযোজকের নিবিড় সম্পৃক্ততাই এই প্রতিষ্ঠানের বড় শক্তি।” 

অভিনেতা ইয়াশ রোহান মনে করেন, এটি শুধু সিএমভির নয়, পুরো নাটক ইন্ডাস্ট্রির সাফল্য। তাছাড়া অভিনেত্রী নাজনীন নিহাসহ অনেকে এই সাফল্যে অভিবাদন জানিয়েছেন। 

উল্লেখ্য, সিএমভির ভেরিফায়েড ফেসবুক পেজও ইতোমধ্যে ১০ মিলিয়ন অনুসারীর মাইলফলক অর্জন করেছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়