ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসল কথাই বলতে ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৩, ২৮ আগস্ট ২০২৫
আসল কথাই বলতে ভুলে গেছি, আজ আমাদের বিয়ের দিন: চঞ্চল

স্ত্রী-সন্তানের সঙ্গে চঞ্চল চৌধুরী

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ব্যক্তিগত জীবনে শান্তার সঙ্গে ঘর বেঁধেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের বিবাহবার্ষিকী। গতকাল দিবাগত রাতে ফেসবুকে পরিবারের একটি পুরোনো ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানান এই অভিনেতা। 

ছবির ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, “এই ছবিটা অনেক বছর আগের! প্রায় ১৫ বছর আগে পত্রিকার একজন ফটোসাংবাদিক বাসায় এসে তুলেছিলেন। ছবিতে আমি, আমার স্ত্রী শান্তা আর আমাদের ছেলে শুদ্ধ। শুদ্ধ তখন অনেক ছোট।” 

আরো পড়ুন:

বিবাহবার্ষিকী প্রসঙ্গে চঞ্চল চৌধুরী লেখেন, “আসল কথাই বলতে ভুলে গেছি। আজ আমাদের বিয়ের দিন। সেটাও যেমন ভুলে গিয়েছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না! কিছুক্ষণ আগে শান্তা কিছু লিখে মনে করিয়ে দিল। তখন ভেতরে একটু লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল। সত্যিই আমার মনে ছিল না।” 

এ অভিনেতার ভাষায়, “প্রায় প্রতি বছরই এ রকম হয়। অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সংসার জীবনে আমার ব্যর্থতার শেষ নেই। ভুলে যাওয়াটা আমার এক ধরনের অসুখের মতো। তারপরও শান্তা কখনো বড় কোনো অভিযোগ তোলেনি বলেই আমরা এখনো একসঙ্গে টিকে আছি।” 

সবশেষে স্ত্রীকে উদ্দেশ করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান এই তারকা। 

চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ও ‘ইনসাফ’ সিনেমায়। দুটি সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। আগামী অক্টোবর থেকে তিনি যোগ দেবেন রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিংয়ে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়