ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১০০ কোটি টাকা বাজেট: আইটেম কন্যা পূজার পারিশ্রমিক কত?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২৪ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৩২, ২৪ অক্টোবর ২০২৫
১১০০ কোটি টাকা বাজেট: আইটেম কন্যা পূজার পারিশ্রমিক কত?

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের বড় বাজেটের সিনেমা নির্মাণের ফিসফাস দীর্ঘ দিন ধরে উড়ছিল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে—‘এএ২২×এ৬’।

জোর কদমে এগোচ্ছে আল্লু অর্জুন-অ্যাটলির পরবর্তী প্রজেক্টের কাজ। এবার জানা গেল, এ সিনেমার আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। আর এ গানে উত্তাপ ছড়াতে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। কারণ আল্লু অর্জুন অভিনীত ও অ্যাটলি কুমার পরিচালিত মেগা প্রজেক্ট ‘এএ২২×এ৬’। এ সিনেমার আইটেম গানে পারফর্ম করছেন এই অভিনেত্রী। এজন্য পূজা পারিশ্রমিক নিয়েছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯৫ লাখ টাকা)।  

‘ডিজে: ডাবাডা জগন্নাধাম’, ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেন পূজা হেগড়ে। এ দুটো সিনেমায় তাদের রসায়নে মুগ্ধতা প্রকাশ করেন ভক্ত-অনুরাগীরা। এরপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। অনেক দিন পর প্রিয় তারকাদের একসঙ্গে পারফরম্যান্সের খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। 

আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১০০ কোটি টাকার বেশি)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি।

সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি; যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি।   

গুঞ্জন রয়েছে, এ সিনেমায় আল্লু অর্জুনকে তিনটি প্রধান চরিত্রে দেখা যাবে। প্রধান ৬টি নারী চরিত্র রয়েছে। এসব রূপায়ন করবেন—দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর। বাকি দুই চরিত্র কে কে রূপায়ন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রথম সারির তারকারা এসব চরিত্রে অভিনয় করবেন জানা গেছে। সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটিতে বিশ্বের সেরা টেকনিশিয়ানরা কাজ করছেন

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়