ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫১, ১৬ নভেম্বর ২০২৫
কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি

কনসার্টের দৃশ্য (বাঁয়ে)

ভিআইপি আসনের সামনের স্টেজে দাঁড়িয়ে গান গাইছেন রক গায়ক একন। মৌ মাছির মতো ঝেঁকে ধরেছেন দর্শকরা। তার পরনের প্যান্ট ধরে টানছে অনেকগুলো হাত। একপর্যায়ে কোমর থেকে প্যান্ট নিচে নামিয়ে ফেলেন। এক হাতে মক্রোফোন, অন্য হাত দিয়ে প্যান্ট টেনে উপরে উঠান গায়ক। এ পরিস্থিতিতেও শান্তভাবে সব সামলাতে দেখা যায় এই গায়ককে।   

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। দর্শকদের এমন আচরণ নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। অনেকে এটিকে ‘হেনস্তা’ বলে মন্তব্য করেছেন।  

আরো পড়ুন:

একনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। অমৃত নামে একজন লেখেন, “এটা দুঃখজনক, লাইভ পারফরম্যান্সের সময়ে তারা তাকে মঞ্চে সরাসরি হয়রানি করেছে। একন একজন আন্তর্জাতিক শিল্পী, অর্থচ তারা তাকে কেবল হয়রানি করেছে।” অন্য একজন লেখেন, “তারা তার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে।” আরেকজন লেখেন, “সে অবশ্যই এই ঘটনাকে মনে রাখবে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।  

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত সফরে এসেছেন মার্কিন রক গায়ক একন। গত ৯ নভেম্বর দিল্লিতে প্রথম কনসার্ট করেন তিনি। ১৪ নভেম্বর বেঙ্গালুরুতে আরেকটি কনসার্টে অংশ নেন একন। সেখানেই একদল অনুরাগীর হাতে এভাবে হেনস্তার শিকার হন এই শিল্পী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়