ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণী সিনেমায় কেন অভিনয় করেন না সুনীল শেঠি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২৯ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:১৪, ২৯ নভেম্বর ২০২৫
দক্ষিণী সিনেমায় কেন অভিনয় করেন না সুনীল শেঠি?

বলিউডের দাপুটে অভিনেতা সুনীল শেঠি। অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমা উপহার দিয়েছেন। তবে দক্ষিণী সিনেমায় খুবই অভিনয় করেছেন। কয়েক দিন আগে লালটপকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল শেঠি বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার দাবি—দক্ষিণী সিনেমার নির্মাতারা বলিউড তারকাদের নেতিবাচক চরিত্রে বেশি কাস্ট করতে চান; যা তার পছন্দ নয়। 

সুনীল শেঠি বলেন, “আমি প্রস্তাব পাই (দক্ষিণ থেকে)। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হয়, সেটা হলো—আপনি লক্ষ্য করবেন, আমরা সাধারণত নেগেটিভ রোলের অফার পাই। তারা হিন্দি সিনেমার হিরোদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখাতে চান। তারা বলেন, এটি পর্দার জন্য ভালো এবং দর্শকদের কাছেও ভালো লাগে। আর এটা এমন একটি ব্যাপার, যা আমি পছন্দ করি না।”

আরো পড়ুন:

এর আগে দক্ষিণী সিনেমা ‘দরবার’ ও ‘জয়’-এ অভিনয় করেছেন সুনীল শেঠি। এ দুটো সিনেমায় অভিনয় করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি রজনীকান্ত স্যারের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছি। কারণ আমি তার সঙ্গে কাজ করার ইচ্ছেটা পূরণ করতে চেয়েছিলাম। সম্প্রতি একটি ছোট ‘তুলু’ সিনেমায় অভিনয় করেছি শুধু উৎসাহ দেওয়ার জন্য, এ সিনেমার নাম ‘জয়’। আর এটি খুব ভালোও করছে। এখন ভাষার কোনো সীমা-রেখা নেই। যদি কোনো বাধা থাকে, তবে সেটা কনটেন্টর জন্য। আপনার কনটেন্ট ভালো হলে এটি সব বাধা অতিক্রম করবে।”

সুনীল শেঠি অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনমো ‘হান্টার টু’। অ্যাকশন ঘরানার এ সিরিজে জ্যাকি শ্রফও অভিনয় করেছেন। সুনীল শেঠির পরবর্তী সিনেমার মধ্যে রয়েছে—‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। এ সিনেমায় রয়েছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত, লারা দত্ত, আরশাদ ওয়ারসি, রাভিনা ট্যান্ডন প্রমুখ। তাছাড়াও ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার কাজও হাতে নিয়েছেন সুনীল শেঠি। আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়