ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে বাড়িতে গাইতে কত রুপি নেন রাহাত ফতেহ-আতিফ আসলাম?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৪৭, ১৭ জানুয়ারি ২০২৬
বিয়ে বাড়িতে গাইতে কত রুপি নেন রাহাত ফতেহ-আতিফ আসলাম?

বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। এক সময় বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে বিয়ে বাড়িতে নাচতেন; যদিও এখন আর তাকে দেখা যায় না। পাকিস্তানি তারকাদের ক্ষেত্রেও ব্যাপারটা ব্যতিক্রম নয়। 

পাকিস্তানের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন সংগীতশিল্পীদের মধ্যে রয়েছেন কিংবদন্তি রাহাত ফতেহ আলী খান ও আতিফ আসলাম। দু’জনই শক্তিশালী লাইভ পারফরম্যান্সের জন্য পরিচিত। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় বহু গানে কণ্ঠ দিয়েছেন তারা; যা সীমান্ত পেরিয়ে গেছে।

আরো পড়ুন:

এই দুই শিল্পী আম্বানি পরিবারের আয়োজনসহ একাধিক হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছেন। ভারতীয় ধনাঢ্য পরিবারগুলোর ব্যক্তিগত আয়োজনে তাদের প্রায়ই দেখা যায়, যারা দুবাইয়ের মতো জায়গায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। বিয়ে বাড়িতে গাইতে কত রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই দুই তারকা?

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে গান পরিবেশন করে থাকেন জনপ্রিয় দুই গায়ক আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খান। কয়েক দিন আগে পাকিস্তানি সাংবাদিক নাঈম হানিফ এই দুই গায়কের আনুমানিক পারিশ্রমিক প্রকাশ করেছেন। তার মতে, রাহাত ফতেহ আলী খান একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ১.২৫ কোটি রুপি নেন। অন্য শহরে পারফর্ম করলে এই অঙ্ক আরো বেশি। আর আন্তর্জাতিক অনুষ্ঠানের ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ হয়ে যায়। 

আতিফ আসলাম আগে বিয়ের অনুষ্ঠানে গান গাওয়া এড়িয়ে চলতেন। তবে সাত বছর আগে মালিক রিয়াজ তার নাতির বিয়েতে গান গাওয়ার জন্য আতিফকে ১.৫ কোটি রুপির প্রস্তাব দেন। ধারণা করা হয়েছিল, প্রস্তাবটি প্রত্যাখ্যান করবেন আতিফ আসলাম। কিন্তু প্রস্তাবটি গ্রহণ করেন এই গায়ক। এরপর থেকে আতিফ আসলাম প্রতি পারফরম্যান্সে ২ থেকে ২.৫ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে দাবি নাঈম হানিফের।

২০০৩ সালে ব্যান্ড ‘জল’ নিয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম। আতিফ আসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো—‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’ প্রভৃতি। 

রাহাত ফতেহ আলী খানের বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ার। বলিউডে গান গেয়ে মাত করেছেন দর্শক-শ্রোতাদের হৃদয়। ‘জিয়া ধড়ক ধড়ক যায়ে’, ‘তেরি ওরে’, ‘তুম জো আয়ে’, ‘ও রে পিয়া’ ও ‘জাগ ঘুমেয়া’-এর মতো গান গেয়ে বলিউডে সুফি ও শাস্ত্রীয় সংগীতের গভীর আবেশ নিয়ে আসেন এই বরেণ্য শিল্পী।

*সিয়াসাত অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়