ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে রমরমা সানি লিওনের বাজার

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ২০ সেপ্টেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে রমরমা সানি লিওনের বাজার

সানি লিওন

বিনোদন ডেস্ক : পর্নো তারকা সানি লিওনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হচ্ছেন পরিচালক ও প্রযোজকরা। ধারণা করা হচ্ছে, রাগিনী এমএমএস টু ছবির সাফল্যের পরেই তাকে নিয়ে ছবি নির্মাণে আগ্রহী নির্মাতারা। টিনা অ্যান্ড লোলো, মাস্তিজাদে এবং কারেন্ট তেজা ছবির শুটিং নিয়ে এখন ব্যস্ত আছেন এ অভিনেত্রী। এছাড়া তেরা বেইমান লাভ, প্যাটেল র‌্যাপ এবং ডিকে ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন সানি।


বলিউডে সানি লিওনের ক্যারিয়ারের শুরুটা খুব ভালো না হলেও এখন কিন্তু এই অভিনেত্রীর ক্যারিয়ারের বৃহস্পতি তুঙ্গে। সম্প্রতি পরিচালক জেসমিন ডিসুজা পরিচালিত ওয়ান নাইট স্ট্যান্ড নামক একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতীয় একটি পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সাবেক প্রেমিক রানা দাগুবাটির বিপরীতে অভিনয় করতে পারেন সানি।   


এই ছবিতে গতানুগতিক হট এবং সেক্সি সানি লিওনকে দেখা যাবে। ওয়ান নাইট স্ট্যান্ড ছবিটি প্রযোজনা করবেন ফুরকান খান এবং প্রদীপ শর্মা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভবানী আইয়ার।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ সেপ্টেম্বর ২০১৪/মারুখ খান/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়