ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দেশীয় পণ্যের নতুন দ্বার উন্মোচনে কাস্টমার মিট-আপ

মিফতাউল জান্নাতী সিনথিয়া   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২১
দেশীয় পণ্যের নতুন দ্বার উন্মোচনে কাস্টমার মিট-আপ

রাজধানীর মোহাম্মদপুরে ফেসবুক পেজ এসডি ডেলিসিয়াস এবং নকশী স্টোর যৌথভাবে আয়োজন করেছিল কাস্টমার মিট-আপ। এতে প্রধান আকর্ষণ ছিল দেশীয় নকশী ও হাফ সিল্ক শাড়িতে বিয়ের কনে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী ‘ক্লাব মিক্স’ রেস্তোরাঁয় মিট-আপ হয়। বাংলাদেশের ঐতিহ্য নকশী পণ্য, টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি ও হাতে বানানো মিষ্টান্ন পণ্যের ক্রেতাদের নিয়েই মূলত এই মিট-আপ হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাবেক প্রতিষ্ঠাতা ও উই (উইমেন অ্যান্ড ই-কমার্স) ফোরামের উপদেষ্টা রাজিব আহমেদ, কাকলীস অ্যাটিয়ারের স্বত্বাধিকারী কাকলী রাসেল তালুকদার ও আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমাসহ ক্রেতা-উদ্যোক্তারা। 

অভিনব উপায়ে ক্রেতাদের সঙ্গে এমন আড্ডার উদ্দেশ্য ছিল অনলাইন ক্রেতাদের থেকে নিজেদের পণ্যের গুণগত মান সম্পর্কে জানা। এছাড়াও ছিল ক্রেতাদের মতবিনিময় পর্ব। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সাজানো ছিল দেশীয় পণ্যের ছোঁয়া। এতে দেশি পণ্য ও হাতের কাজের শাড়িতে মডেল বউ সেজেছিলেন সীমা ও কেকশপের স্বত্বাধিকারী তিতলি। এ যেন সম্পূর্ণ বাঙালিয়ানা বিয়ের উৎসব। ৮০ জনের মতো কাস্টমার আর দেশি পণ্যের ৪টি স্টলে অনুষ্ঠানটি প্রাণবন্ত ছিল। 

এসময় রাজীব আহমেদ বলেন, ‘খুব ভালো লেগেছে যে নকশী কাজের শাড়ি ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়িতে বিয়ের কনের সাজ। বিয়েতে সাধারণত বিদেশি শাড়িই প্রাধান্য পায়। মাত্র ১০০ জন মেয়ে যদি চিন্তা করে দেশি শাড়িতে বিয়ের ইভেন্ট করবেন, তাহলে দেশীয় পণ্যের নতুন দরজা খুলে যাবে। এটি অত্যন্ত ভালো একটি ব্যাপার।’

আয়োজক নন্দিনী আলম জিনাত বলেন, ‘অনলাইন কেনাকাটায় ক্রেতা- বিক্রেতার মধ্যে সাক্ষাৎ না হওয়ায় একটা অদৃশ্য গ্যাপ থেকে যায়। সেই গ্যাপ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যে কাস্টমার মিট-আপের আয়োজন। এই পরামর্শ পেয়েছি আমার মেন্টর রাজিব আহমেদ স্যারের কাছে।’ 

সহ-আয়োজক সুবরনা রানী দাস বলেন, ‘আমার মূল লক্ষ্য ছিল আমাদের দেশি শাড়ি পরে ব্রাইডাল বৌ সাজানো ও সবার সামনে নিজের দেশের পণ্যকে তুলে ধরা। এছাড়াও কাস্টমার ফিডব্যাক নেওয়া ও আমি কাস্টমার সার্ভিস ঠিকভাবে দিতে পারছি কিনা তা জানা।’

মিট-আপে স্পন্সর করেছেন পিগমেন্ট হাট ও এন ক্রাফটের স্বত্বাধিকারী রুবাবা আজাদ ও আফসানা।

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ