ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবুজ নগরী গড়তে পরিচ্ছন্ন অভিযান

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ১৭ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবুজ নগরী গড়তে পরিচ্ছন্ন অভিযান

নিজস্ব প্রতিবেদক : দূষণ ও আবর্জনামুক্ত সবুজ নগরী গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষক-শিক্ষার্থীরা।

 

শনিবার সকালে রাজধানীর বিজয় সরণি মোড় (নভো থিয়েটার) সংলগ্ন এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এ পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন।

 

ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক জানান, আজ প্রথমদিন বিজয় সরণি মোড় (নভো থিয়েটারের সামনে) থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান চালানো হয়। রাজধানীকে বাসযোগ্য করে গড়ে তুলতে এ অভিযান অব্যাহত রাখা হবে।

 

 

এ সময় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা নগরবাসীকে সচেতন করতে প্রচার চালান।

 

মূল সড়কের পাশাপাশি সড়কের আশপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করেন শিক্ষক-শিক্ষার্থী ও  সিটি করপোরেশনের লোকজন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৫/মিথুন/উজ্জল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়