ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একুশটি ডিম দিয়েছে উট পাখিটি

তরিকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১৯ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
একুশটি ডিম দিয়েছে উট পাখিটি

উটপাখি (ইনসেটে ডিম)

তরিকুল ইসলাম সুমন
ঢাকা, ১৯ এপ্রিল : দক্ষিণ আফ্রিকা থেকে আনা একটি উটপাখি সম্প্রতি ২১ টি ডিম দিয়েছে। এগুলোর মধ্যে আটটি ডিম ইনকিউবেটরে ফুটানোর জন্য বসানো হয়েছে। বাকি ১৩টি ডিম নিয়ে তা দিতে বসানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মাকসুদুল হাসান হাওলাদার।

শনিবার বিকালে রাইজিংবিডিকে তিনি বলেন, ২০১২-২০১৩ অর্থ বছরে দক্ষিণ অফ্রিকা থেকে ঢাকা চিড়িয়াখানার জন্য দুইটি উট পাখি আনা হয়। ঢাকায় আসার পর এবারই প্রথম ডিম দিল তাদের মধ্যে একটি পাখি। আন্তর্জাতিক বাজারে একটি উট পাখির দাম প্রায় ৪ লাখ টাকা। একারণে ডিমগুলো দুভাবেই ফোটানোর জন্য চেষ্টা করা হচ্ছে।  

জু অফিসার (পাখি শাখা) মো. জালিল রাইজিংবিডিকে জানান, সাধারণত উট পাখির ডিম ফোটানের জন্য ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। ডিম থেকে বাচ্চা বের হতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। আশা করা যায়, এ মাসের মধ্যেই ইনকিউবেটরের ডিম ফুটবে। নরমাল পদ্ধতিতে আরো ২০ দিন বেশি সময় লাগবে।

তিনি আরো বলেন, এই মূহূর্তে আবহাওয়ার যে তাপমাত্রা বিরাজ করছে তা সহনশীল। এজন্য ডিমগুলোকে নরমাল পদ্ধতিকে বালির উপরে রাখা হয়েছে। আর তাতে পালাক্রমে পুরুষ ও স্ত্রী উটপাখি উভয়েই তা দিচ্ছে।

তিনি জানান, উটপাখির প্রতিটি ডিমের গড় ওজন ১২০০ গ্রাম করে হয়। বর্তমানে চিড়িয়াখানায় তিনটি উটপাখি রয়েছে। এদের মধ্যে একটি পাখি ডিম দিল।

 

রাইজিংবিডি/তরিকুল/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়