ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ৩ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৪৪, ১৬ এপ্রিল ২০২৫
ঢাকায় ৩ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি

রাজধানী ঢাকায় বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরবাসী জীবনে স্বস্তি আসে। তবে টানা ৩ ঘণ্টার বৃষ্টি ভুগিয়েছে তাদের। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে সেটা কোথাও কম কোথাও বেশি।

বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘‘আগামীকালও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা থেমে থেমে হতে পারে।’’

এ ছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে। এ অবস্থায় দেশের নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়