ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় রক্তিম রাজিবের ‘বোবা পাখির পালক’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫  
বইমেলায় রক্তিম রাজিবের ‘বোবা পাখির পালক’

অমর একুশে বইমেলায় চন্দ্রবিন্দু প্রকাশন প্রকাশ করেছে রক্তিম রাজিবের বয়ানের বই ‘বোবা পাখির পালক’।

রক্তিম রাজিব বলেন, ‘‘বয়ান গদ্যীয় ঢঙে প্রাবন্ধিক ভাবের কবিতা।’’ বইটিতে উপস্থাপন করা হয়েছে— দৃশ্যের আড়ালে যে অস্পষ্টতা লুকিয়ে থাকে, প্রতিটি বাস্তবতার গভীরে থাকে যে অনিবার্য দ্বন্দ্ব, যা আমাদের উপলব্ধি ও ব্যাখ্যার সীমানাকে প্রতিনিয়তই প্রশ্নবিদ্ধ করে যায়..এমন সব বিষয়।

আরো পড়ুন:

বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। এটির মূল্য রাখা হয়েছে ২৬০ টাকা। একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে ৭০১ এবং ৭০২ নম্বর স্টলে।

রক্তিম রাজিব ছোটকাগজ অর্বাক-এর সহযোগী সম্পাদক এবং হারপুনের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়