ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ত্বক ও চুলের যত্নে মশলা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্বক ও চুলের যত্নে মশলা

প্রতীকী ছবি

লাইফস্টাইল ডেস্ক : নিজেকে সুন্দর দেখাতে ত্বক ও চুলের যত্ন জরুরি। ঘরোয়া রূপচর্চার ক্ষেত্রে শুধু শাকসবজি বা ফলমূল নয়, সমানভাবে কার্যকরী মশলাও। মশালাতে থাকা প্রাকৃতিক উপাদান অ্যাকনে, ব্রণের মতো ত্বকের একাধিক সমস্যা মোকাবিলা করে ত্বককে করে তোলে উজ্জ্বল।

 

জেনে নিন কোন মশলায় কী গুণ রয়েছে।

 

দারুচিনি: দারুচিনিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রক্ত সঞ্চালন বাড়ায়। ব্রণ দূর করতেও সাহায্য করে। দারুচিনি গুঁড়ো করে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ক্ষতিগ্রস্ত ত্বকের ওপর মিশ্রণটি লাগান। উপকার পাবেন।

 

হলুদ: ত্বকের সৌন্দর্যে হলুদের অবদান অনস্বীকার্য। এতে রয়েছে অ্যান্টি বায়োটিক, অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি এজিং উপাদান। ফলে বিভিন্ন ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় হলুদ। নিয়মিত হলুদ মাখলে ত্বকের দাগছোপ দূর হয়ে ত্বক হয়ে ওঠে ঝলমলে।

 

ধনিয়া: চোখের যত্নে ধনিয়া ভীষণ উপকারি। রাতভর পানিতে ভিজিয়ে রাখুন এটি। এবার সকালে সেই পানি আঙুলে করে চোখে লাগান। চোখ অনেক সতেজ লাগবে।

 

কালোজিরা: কালোজিরাও একাধিক গুণে সমৃদ্ধ। নারকেল তেলের সঙ্গে কালোজিরা মেশান। এবার সেটিকে ফুটিয়ে চুলে লাগালে গোড়া শক্ত হবে।

 

লবঙ্গ: ব্রণ উপশমে খুবই কার্যকরী লবঙ্গ। ব্রণের ওপর লবঙ্গ বেটে লাগালে, ব্রণ কমে যাবে।

 

মেথি: চুলের উজ্জ্বলতা বজায় রাখতে মেথি ভীষণ উপকারি। হেনার সঙ্গে সমপরিমাণ মেথি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি ভালো করে চুলে লাগান। খানিকক্ষণ এভাবে রেখে দিন। শুকিয়ে গেলে ভালো করে চুল ধুয়ে ফেলুন। এতে চুল উজ্জ্বল হবে।

 

তথ্যসূত্র: ইন্টারনেট

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ আগস্ট ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়