ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সিগঞ্জে আমিন মোহাম্মদ সিটির সব কাজে স্থিতাবস্থা

মেহেদী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুন্সিগঞ্জে আমিন মোহাম্মদ সিটির সব কাজে স্থিতাবস্থা

মুন্সিগঞ্জ জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কের পাশে আমিন মোহাম্মদ সিটির সব কার্যক্রমের ওপর ছয় মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

 

মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

আল মুসলিম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ’র করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

 

আমিন মোহাম্মদের ওই প্রকল্পের কিছু অংশ নিজেদের হিসাবে দাবি করে আসছে আল মুসলিম। আদালতের আদেশে উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শাহরিয়া কবির বিপ্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

 

আইনজীবী শাহরিয়া বলেন, এ আদেশের ফলে আমিন মোহাম্মদ কর্তৃপক্ষ ওই প্রকল্পের প্লট বা ভূমি বা ইমারত বিক্রি করতে পারবে না। বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে পারবে না। ভূমি উন্নয়ন সহ কোন কাজ করতে পারবে না। যেমন আছে, তেমনই থাকবে।

 

আদালত একই সঙ্গে পরিবেশগত প্রভাব মূল্যায়ণ করে দেওয়া অযৌক্তিক অনুমোদন বাতিলে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।

 

ভূমি সচিব, বন ও পরিবেশ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, ঢাকা সার্কেলের পরিচালক, পরিবেশগত ছাড়পত্র কমিটির সদস্য সচিব, মুন্সীগঞ্জের সহকারি পরিচালক, সিরাজদি খানের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার সহকারি কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমিন মোহাম্মদ সিটির ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি/মেহেদী/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়