ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার শিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৭ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনার শিয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

আলতাপোল লেনের শিয়া মুসলিমদের মসজিদ ও ইমাম বারা

খুলনা প্রতিনিধি : শিবগঞ্জে শিয়া মুসলিমদের মসজিদে মামলার পর খুলনা বিভাগে শিয়াদের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট স্থানে পুলিশের টহল, বহিরাগতদের তল্লাশি এবং নজরদারি করা হচ্ছে।

 

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানীতে শিয়া সম্প্রদায়ের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। শিয়া নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

 

খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, খালিশপুরে শিয়া সম্প্রদায়ের বসবাস এবং ধর্মীয় প্রতিষ্ঠান ঘিরে পুলিশের টহল, বহিরাগতদের তল্লাশি এবং নজরদারি করা হচ্ছে। পুলিশ তাদের নিরাপত্তায় সতর্কাবস্থায় রয়েছে। 

 

খুলনার শিয়া সম্প্রদায়ের সূত্র জানান, খুলনা মহানগরীর সদর থানার ১২  আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানীতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান অবস্থিত। এখানে রয়েছে ইমাম বারা, মসজিদ-এ-ওয়ালী আছর এবং ইফতেদায়ি লেভেলের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এ ছাড়া নগরীর খালিশপুর থানার হাউজিং ১নং ক্যাম্প এলাকায়ও রয়েছে হোসাইনী মিশন শিয়া মসজিদ। এর বাইরে খুলনা বিভাগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের হাবিবপুর, দেবহাটা সদর, পারুলিয়া সদর, যশোরের মুরুলী ইমাম বারা, শার্শা সদর এবং নড়াইল জেলা সদরের উজীরপুরেও রয়েছে শিয়া মসজিদ। বিভাগের এ তিনটি জেলায় শিয়া সম্প্রদায়ের ১০ সহস্রাধিক নারী-পুরুষ দীর্ঘ বছর নিরাপদে বসবাস করছেন। একই সঙ্গে তারা নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদত-বন্দেগী করে আসছেন। কিন্তু বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে গুলিবর্ষণের ঘটনায় শিউরে উঠেছেন তারা। তাদের ধারণা, শত বছর ধরে গড়ে ওঠা শিয়া-সুন্নি মুসলিমদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্য এ হামলা চালাচ্ছে।

 

মহানগরীর আলতাপোল লেনের আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, শিয়া-সুন্নি সম্প্রদায়ের সম্প্রীতিতে ফাঁটল ধরানোর চেষ্টাতে এ হামলা।

 

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড শিয়া মসজিদে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন মারা যান। গুলিবিদ্ধ হন তিন জন।


রাইজিংবিডি/খুলনা/২৭ নভেম্বর ২০১৫/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়