ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

আজ নতুন বন্ধু দিবস

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:২৭, ১৯ অক্টোবর ২০২৪
আজ নতুন বন্ধু দিবস

ছবি: প্রতীকী

বন্ধুত্ব যেকোন দিন হতে পারে। বিশেষ পরিস্থিতিতে, হঠাৎ কিংবা একসঙ্গে চলতে চলতে জীবনে নতুন নতুন বন্ধু আসে। এক একজন বন্ধু জীবনে এক এক ভাবে প্রভাব রাখে। আজ এমন একটি দিন যে দিনটি নতুন বন্ধুত্ব তৈরির তাগিদ দিচ্ছে। ১৯ অক্টোবর ‘নতুন বন্ধু তৈরি করার দিন’। আজ এই দিনটি আপনিও উদযাপন করতে পারেন। আজ নতুন কোনো বন্ধুর সঙ্গে  সময় কাটাতে পারেন। গল্প করতে পারেন। কোনো উপহার দিতে পারেন নতুন বন্ধুকে। 

আজকের এই দিনটি কাউকে বন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যও মোক্ষম দিন হতে পারে। হয়তো অফিসে আপনার এমন একজন সহকর্মী আছেন, যিনি প্রতিনিয়ত সুখে, দুখে আপনার পাশে থাকছেন, উৎসাহ দিচ্ছেন; অনুপ্রেরণা জোগাচ্ছেন তাকে আজ বন্ধু হিসেবে স্বীকৃতি দিন।

জানা যায়, আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকভাবে দিসবটি প্রচলন হয়। এরপর প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে।একটু একটু করে জনপ্রিয় হয়ে ওঠে দিসবটি। ২০১২ সাল নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি দারুণ জনপ্রিয়তা পায়। 

আরো পড়ুন:

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়