ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপাসিয়ার আবাসিক হোটেলটি সিলগালা

মহসিন আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৫ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপাসিয়ার আবাসিক হোটেলটি সিলগালা

গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুর প্রতিনিধি : অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার সেই আবাসিক হোটেলটি সিলগালা করা হলো।

এ হোটেল থেকে নারীসহ আটজনকে গ্রেফতারের পর এলাকাবাসীর বিক্ষোভের মুখে উপজেলা প্রশাসন ওই হোটেলটি সিলগালা করে দিয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন আলী হোটেলটি সীলগালা করে দেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, কাপাসিয়া বাজারের কাজী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটজন গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- হোটেল ম্যানেজার ময়মনসিংহের ধোবাউড়া এলাকার হেমন্ত মানকিনের ছেলে দিপ্ত মানকিন (৩৩), কর্মচারী খুলনার পাইকগাছা এলাকার অনিরুদ্ধ মণ্ডলের ছেলে দশরথ মণ্ডল (৩০), খদ্দের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে সফিকুল ইসলাম (২৮), একই উপজেলার সালদই এলাকার মাইন উদ্দিন মণ্ডলের ছেলে শিবলু মণ্ডল (২৮), নরসিংদীর মনোহরদী এলাকার আব্দুল বাতেনের ছেলে রাকিব হোসেন (৩০)। আটককৃত তিন নারী হলেন- মাফুজা (২৬), জেসমিন (২০) ও রাবেয়া (২২)।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ আশপাশের মসজিদের শত শত মুসল্লির একত্রিত হয়ে কাপাসিয়া বাজারসহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন। তারা কাপাসিয়া বাজারের সড়কে এক প্রতিবাদসভা করে হোটেলটি বন্ধের দাবি জানান।
 
পরিস্থিতি সামাল দিতে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী হোটেলটি সিলগালা করে দেন। এ সময় কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের, কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৪/মহসিন আলী/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়