ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে পৃথিবীর ঘূর্ণনগতি কমে আসছে

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৫
যে কারণে পৃথিবীর ঘূর্ণনগতি কমে আসছে

ছবি: প্রতীকী

পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে সরে যাচ্ছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। এই দূরত্ব স্থিতিশীল নয়। প্রতিবছর একটু একটু করে দূরে সরে গিয়ে চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ দশমিক ৮ সেন্টিমিটার হারে দূরত্ব তৈরি করছে।

কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়ায় পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব বাড়ছে। যদিও এটি একটি ধীরগতির প্রক্রিয়া কিন্তু এই প্রক্রিয়ার প্রভাবে পৃথিবীর ঘুর্ণনগতি ক্রমে কমে আসছে।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানী স্টিফেন ডিকারবি বলেন, ‘‘ জোয়ারের স্ফীতি যে সময় চাঁদকে টেনে সামনের দিকে নিয়ে যায়, তখন চাঁদ পাল্টা টানে পৃথিবীর ঘূর্ণন গতির ওপর বিশেষ ধরনের ব্রেক তৈরি করে। এর প্রভাবে পৃথিবীর ঘূর্ণনগতি ধীরে ধীরে কমে আসছে। ফলে দিনের দৈর্ঘ্য প্রতি শতাব্দীতে প্রায় ২ দশমিক ৩ মিলিসেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে।’’

বিজ্ঞানীদের মতে, চাঁদ যে গতিতে দূরে সরে যাচ্ছে, তা নিয়ে আপাতত বিপদের কোনো আশঙ্কা নেই। তবে কোটি কোটি বছর পর এর ফলে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বেড়ে যাবে আর জোয়ার ভাটার তীব্রতা কমে যাবে।

সূত্র: এনডিটিভি

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়