ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেখকদের জন্য লি চাইল্ডের ৬ পরামর্শ

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৫
লেখকদের জন্য লি চাইল্ডের ৬ পরামর্শ

লি চাইল্ড

ব্রিটিশ লেখক লি চাইল্ড। যার প্রকৃত নাম জেমস ডোভার গ্রান্ট। তার উপন্যাস ‘জ্যাক রিচার’ বিশ্বের মানুষের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই  ‍উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র থেকে শুরু করে ওয়েব সিরিজও তৈরি হয়েছে। তিনি মনে করেন লেখক হওয়ার একমাত্র যোগ্যতা হলো, ভালো পাঠক হওয়া। যারা লেখক হতে চান, তাদের লি চাইল্ড ৬টি পরামর্শ দিয়েছেন।

প্রতিদিনের শব্দসংখ্যার একটা লক্ষ্য ঠিক করুন
লি চাইল্ড প্রতিদিন ১ হাজার ৫০০ শব্দ লেখার পরামর্শ দেন। তিনি বলেন, ‘‘আমার জন্য এটাই আরামপ্রদ। অনেকের তুলনায় এটা খুব কম।  আমি কখনও কখনও খুব চেষ্টা করে দুই হাজার শব্দ লিখতে পারি।যদি সময় সীমার কাছাকাছি গিয়ে মনে হয়, অনেক সময় নষ্ট করে ফেলেছি তাহলে একটু তাড়াহুড়ার মধ্যে থাকি।’’

আরো পড়ুন:

লেখক হওয়ার একমাত্র যোগ্যতা হলো পাঠক হওয়া
লি চাইল্ড মনে করেন ভালো লেখক হতে হলে হাজার-হাজার বই পড়া উচিত। যাতে  নিজের মতো করে ছন্দটা জাগানো যায়। যেমন- কী দিয়ে আপনি পাঠককে আঁকড়ে ধরবেন, কেমন গতিতে এগোবেন,  কী হবে আপনার নিজস্বতা। তিনি বলেন, ‘‘ক্ষেত্রে আমি কোনোমতে শুরুটা করি, গল্প ভাবতে থাকি আর শেষে পৌঁছে যাই।’’

চরিত্রই রাজা

লি চাইল্ড মনে করেন, সবকিছুই নির্ভর করে চরিত্রের ওপর। চরিত্রের বাইরে পটভূমিটাও যদি কাজে লাগানো যায়, সেটা বাড়তি পাওয়া। মনে রাখতে হবে, দিনশেষে মানুষ চরিত্রটাই মনে রাখে। লি চাইল্ড বলেন, ‘‘আমার কাছে এর একটা ভালো উদাহরণ হলো লোন রেঞ্জার। লোন রেঞ্জারকে মোটামুটি সবাই চেনে। কিন্তু ওর গল্পটা কেউ বলতে পারবে না।’’

চরিত্রের প্রেমে পড়ে যাবেন না

লেখকদের জন্য লি চাইল্ডের পরামর্শ  হলো চরিত্রের প্রেমে পড়ে যাবেন না। তিনি মনে করেন-একটা পর্যায়ে গিয়ে লেখকেরা আত্মরক্ষামূলক হয়ে যান। লেখক চরিত্রের মধ্যে খারাপ কোনো দিক ঢোকাতে কিংবা একটা মন্দ চরিত্র দাঁড় করাতে, কোথায় যেন একটা বাধা অনুভূত হয়। তিনি বলেন, ‘‘শুরুতে যখন রিচার লেখা শুরু করি, আমি তার সঙ্গে অন্যদের একটু দূরত্ব রাখতে চেষ্টা করেছি। পাঠক রিচারকে যতটা পছন্দ করে, আমি কিন্তু ততটা পছন্দ করি না। যার ফলে চরিত্রের ওপর ন্যায়বিচার করা হয়। এর মাধ্যমে সে একটা কার্টুন চরিত্রের বদলে একজন সত্যিকার মানুষ হয়ে ওঠে।

লিখতে শুরু করুন

লি চাইল্ড মনে করেন, বই প্রকাশ হলে নিশ্চয় কেউ না কেউ সেটা পড়বে। চেষ্টা করতে হবে প্রথম বাক্য, প্রথম অনুচ্ছেদ কিংবা প্রথম পৃষ্ঠাতেই তাঁকে আঁকড়ে ধরতে। লি চাইল্ড বলেন, ‘‘প্রথম কাজটা করতে পারলে আপনি মোটামুটি নিরাপদ থাকবেন। প্রকাশকেরা এমন একটা বই–ই চান, যেটা কেউ হাতে নেবে, পড়া শুরু করবে, আর আটকে যাবে।’’

পরামর্শ কানে নেবেন না
লি চাইল্ড বলেন, ‘‘সোজাসাপ্টা কথা হলো, কারও পরামর্শ বা উপদেশ শুনতে যাবেন না। বইয়ের একটা নিজস্ব, প্রাণবন্ত উপস্থাপন থাকবে। কে কী বলল বা বলবে, সেসব মাথায় রাখতে গেলে আপনি সেই মাধুর্য হারাবেন।’’

সূত্র: বিবিসি

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়