ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

গোপালগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৫ ডিসেম্বর ২০২১  
গোপালগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা শুরু

গোপালগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডায়াবেটিক হাসপাতালের ইনডোর সেবা কার্যাক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যন শেখ লুৎফর রহমান বাচ্চু, শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যাক্ষ ডা. মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচাররাী উপস্থিত ছিলেন।

দুই বছর আগে গোপালগঞ্জে ৫০-শয্যাবিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালটিতে আউটডোরে রোগী দেখা শুরু হয়। তবে এবার থেকে ইনডোরে রোগী দেখা হবে। এতে গোপালগঞ্জসহ আশপাশের এলাকার ডায়াবেটিক রোগীরা সহজেই সেবা নিতে পারবেন।

বাদল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ