ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৫ জনের

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:২৪, ৫ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৫ জনের

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫১৪ জনের মৃত্যু হলো।

গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭০ জন। এতে রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৮৮৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের ৩ জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুজন ঢাকা বিভাগের। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ১৯৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশন বাদে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহীতে ৫০ জন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

ঢাকা/এসবি/

সর্বশেষ