শিশির ভেজা শিউলি
|| রাইজিংবিডি.কম
শিউলি ফুল
আনোয়ার হোসেন শাহীন
মাগুরা, ১২ সেপ্টেম্বর: শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল/ রাতের বায় কোন্ মায়ায় নিল হায় বনছায়ায় / ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল/ কেন রে তুই উন্মনা !
নয়নে তোর হিমকণা/ কোন ভাষায় চাস বিদায়, গন্ধ তোর কি জানায় --/ সঙ্গে হায় পলে পলেই দলে দলে যায় বকুল।
আবহমান বাংলার চিরচেনা শিউলি ফুল নিয়ে শুধু রবীন্দ্র্রনাথ নয়, সেই পৌরণিক কাল থেকে কত গান কাব্য সাহিত্য রচিত হয়েছে তার কোন হিসাব নেই। শিউলির মতো অন্য কোন ফুল নিয়ে কবি সাহিত্যিকদের এতো মাতামাতি হয়েছে জানা নেই।
এই ফুল কে শিশিরের শিউলি, শরতের শিউলি, শীতের শিউলি- কত নামে ডেকেছেন তারা। স্থানীয়ভাবে এই ফুল শেফালি নামেও পরিচিত।
শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম Nyctanthes arbor-tristis. এটি Nyctanthes প্রজাতির একটি ফুল। এটি পশ্চিমবঙ্গের ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের রাষ্ট্রীয় ফুল।
শিউলি গাছ নরম ও ধূসর বাকল বিশিষ্ট। গাছ ১০মিটার ও পাতা ৬ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মিষ্টি সুগন্ধি জাতীয় এই ফুলে রয়েছে পাঁচ থেকে সাতটি সাদা বৃত্তি ও মাঝে লালচে-কমলা টিউবের মত বৃন্ত। এই ফুল শরতে ফোটে।
ফুল রাতে ফোঁটে আর সকালে ঝরে যায়। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে।
হিন্দু ধর্মাম্বলীরা শিউলিকে স্বর্গের ফুল মনে করে। তাদের প্রভু কৃষ্ণ স্বর্গ থেকে এই ফুল মর্তে এনেছিল। সারা রাত গাছে থেকে ভোরে ঝরে যাওয়ায় এই ফুল নিয়ে আছে নানা গল্প।
এক রাজকুমারী সূর্য কে ভালোবেসে না পেয়ে আত্মহত্যা করে ফুল গাছে পরিণত হয়। সকাল বেলায় যেন সূর্যের মুখ না দেখতে হয়, তার জন্য সূর্য উঠার আগেই ঝরে পড়ে গাছ থেকে। রাজকন্যার নাম ছিল পারিজাতিকা। এই জন্য শিউলির আরেক নাম পারিজাত।
কৃষ্ণের দুই স্ত্রী সত্যভামা ও রক্ষিণীর খুব ইচ্ছে তাদের বাগান পারিজাতের ঘ্রাণে আমোদিত হোক। কিন্তু পারিজাত তো স্বর্গের শোভা ! কৃষ্ণ স্ত্রীদের খুশি করতে চান। তাই লুকিয়ে স্বর্গের পারিজাত বৃক্ষ থেকে ডাল এনে বাগানে রোপণ করেন।
গাছ থেকে ফুল ঝরে পড়ে সুগন্ধ ছড়ায়। স্বর্গের রাজা ইন্দ্র এ ঘটনা জেনে রেগে যান। তিনি কৃষ্ণকে শাপ দেন, পারিজাত ফুল দেবে ঠিকই কিন্তু বীজ থেকে নতুন প্রাণের সঞ্চার হবে না।
নগর সভ্যতার বিবর্তণের ফলে শিউলি ফুল হারিয়ে যেতে বসেছে। প্রযুক্তির যাতাকলে পিষ্ঠ নতুন প্রজন্ম এই ফুল চেনেনা বললেই চলে। নতুনকরে এখন আর যত্ন করে শিউলি গাছ কেউ রোপণ করে না।
অনাদর-অবহেলায় বেড়ে উঠা শিউলি ফুলের গাছ তবু চোখে পড়ে মাঝে মধ্যেই। হয়ত এখনও শিউলি তলা ভোর বেলা পল্লি বালিকারা ফুল কুড়াতে ভীড় জমায়। শিউলি ফুলের মালা গেঁথে প্রিয়জনের অপেক্ষায় থাকেন কেউ।
রাইজিংবিডি/ শাহ মতিন টিপু
রাইজিংবিডি.কম