ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি ২২ লাখ

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ২৯ আগস্ট ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি ২২ লাখ

ডেস্ক রিপোর্ট : ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা ৩ কোটি ৯০ লাখ বেড়ে ২০ কোটি ২২ লাখে দাঁড়াবে। এর তিন বছরের মাথায় অর্থাৎ ২০৫৩ সালে বিশ্বের মোট জনসংখ্যা ১ হাজার কোটিতে গিয়ে পৌঁছাবে। 

 

২০১৬ সালের বৈশ্বিক জনসংখ্যা বিষয়ক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। চলতি সপ্তাহে বৈশ্বিক জনসংখ্যা, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা পপুলেশন রেফারেন্স ব্যুরো (পিআরবি) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

 

পিআরবির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ। প্রতি ১ হাজারে এখানে ২০টি শিশুর জন্ম হয়। আর মারা যায় পাঁচটি নবজাতক। এ ছাড়া এখানে প্রতি ১ হাজারে এক বছরের নিচে ৩৮টি শিশুর মৃত্যু হয়। এই হিসাবে ২০৩০ সাল নাগাদ এ দেশের জনসংখ্যা ১৮ কোটি ৬৫ লাখে পৌঁছাবে। ২০৫০ সালে এ সংখ্যা হবে ২০ কোটি ২২ লাখ। এ দেশে বর্তমানে নির্ভরশীল জনসংখ্যা অর্থাৎ ১৫ বছরের কম বয়সিদের হার ৩৩ শতাংশ এবং ৬৫ বছর ও তার বেশি বয়সি জনসংখ্যার হার ৬ শতাংশ। এখানে বিবাহিত নারীদের ৬২ শতাংশ গর্ভনিরোধক ব্যবহার করেন। এদের মধ্যে আবার ৫৪ শতাংশ আধুনিক পদ্ধতি ব্যবহার করেন। বর্তমানে বাংলাদেশে নারীদের সন্তান প্রজননের সক্ষমতার হার ২ দশমিক ৩ শতাংশ।

 

বিশ্বের মোট জনসংখ্যা ৭৪০ কোটি। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ৩৩ শতাংশ। এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালে এ সংখ্যা ৯৯০ কোটিতে গিয়ে পৌঁছাবে। আর ২০৫৩ সালে এটি হাজার কোটিতে গিয়ে পৌঁছাবে। ১৩৭ কোটি ৮০ লাখ লোক নিয়ে বর্তমানে বিশ্বের জনবহুল দেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীন। আর ১৩২ কোটি ৯০ লাখ লোক নিয়ে এর পরের অবস্থানেই আছে ভারত। তবে ২০৫০ সালে এ চিত্র পুরোটাই উল্টে যাবে। অর্থাৎ তখন প্রথম অবস্থানে চলে যাবে ভারত আর দ্বিতীয়তে নেমে আসবে চীন। ওই সময় ভারতের মোট জনসংখ্যা হবে ১৭০ কোটি ৮০ লাখ। আর চীনের জনসংখ্যা উল্টো কমে হবে ১৩৪ কোটি ৪০ লাখ।

 

সন্তান প্রজননে সক্ষমতার হারের দিকে এগিয়ে আছে আফ্রিকার দেশ নাইজার। এখানে প্রজননের হার ৭ দশমিক ৬ শতাংশ। আর সবচেয়ে কম দক্ষিণ কোরিয়ায়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৬/শাহেদ/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়