ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ট্রাম্পের জন্য তালেবানের দরজা খোলা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ট্রাম্পের জন্য তালেবানের দরজা খোলা’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তালেবানের দরজা খোলা। তালেবানদের সঙ্গে ট্রাম্প চাইলে ফের যে কোনো সময় তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে পারবেন। বলে মন্তব্য করেছেন তালেবান নেতা।

বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে তালেবানের প্রধান মধ্যস্থতাকারী শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই এ কথা বলেন।

তালেবানের সঙ্গে ট্রাম্প শান্তি আলোচনা বাতিল করার এক সপ্তাহ পর এ মন্তব্য করলেন স্টানিকজাই।

তিনি বলেন, ‘ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে ‘মৃত’ ঘোষণা করলেও তাদের তরফে তার (ট্রাম্প) জন্য দরজা খোলা। ভবিষ্যতে যে কোনো সময় তিনি শান্তি সংলাপ শুরু করতে পারেন। শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সমঝোতা।’

স্টানিকজাই আরো বলেছেন, ‘মার্কিনিদের হিসাব অনুযায়ী তারা হাজার হাজার তালেবানকে হত্যা করেছে। এখন যদি একজন মার্কিন সেনা নিহত হন, তাহলে তাদের এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হচ্ছে না। কারণ উভয় পক্ষের মধ্যে এখনও কোনো অস্ত্রবিরতি চুক্তি নেই।’

‘আমাদের তরফ থেকে সমঝোতার দরজা খোলা। তাই আমরা আশা করছি অন্য পক্ষ সমঝোতার বিষয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাববে।’

এ মাসের ৮ তারিখে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে ট্রাম্পের সঙ্গে তালেবান নেতা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির সাক্ষাত হওয়ার কথা ছিল।

আশা করা হচ্ছিল, ওই বৈঠকের মধ্য দিয়ে আফগানিস্তানের ১৮ বছরের যুদ্ধের একটি সমাপ্তি ঘটবে। কিন্তু ৬ সেপ্টেম্বর রাজধানী কাবুলে হামলা চালিয়ে বসে তালেবানরা। এতে যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্য ও অন্য ১১ জন নিহত হন।

এ ঘটনায় ক্ষিপ্ত হন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি শেষ মুহূর্তে তালেবানের সঙ্গে ওই শান্তি আলোচনা বাতিল করে দেন।


ঢাকা/জেনিস/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ