ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতে ৯৩ বছরের বৃদ্ধের করোনা যুদ্ধে জয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ৯৩ বছরের বৃদ্ধের করোনা যুদ্ধে জয়

এবার করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ ভারতীয় নাগরিক।

করোনায় এখন পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে প্রায় ৪৭ হাজার মানুষের। এদের মধ্যে অধিকাংশই বয়স্ক মানুষ। মৃতের হার সবচেয়ে বেশি ৮০ বছর বা তার চেয়েও বেশি বয়সীদের মধ্যে। তবে এবার ভারতে এই বৃদ্ধ নতুন রেকর্ড করলেন। তিনিই এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসের হাত থেকে সবচেয়ে বয়স্কদের মধ্যে বেঁচে ফেরাদের একজন।

প্রায় একমাস আগে তিনি এবং তার ৮৮ বছর বয়সি স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। দুজনেই সুস্থ হয়ে এখন বাড়ি যাবার অপেক্ষায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্মীরা।

ভারতের কেরালা অঙ্গরাজ্যে এই বুড়ো দম্পতি ইতালি ফেরত তাদের মেয়ে ও জামাইয়ের মাধ্যমে কোভিড-১৯ এ আক্রান্ত হন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলের ৯ লাখ ৩২ হাজার ১৮৭ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়