ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা লক্ষণ প্রকাশের আগেই ছড়িয়ে পড়ছে: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা লক্ষণ প্রকাশের আগেই ছড়িয়ে পড়ছে: গবেষণা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার বিভাগের এক গবেষণায় বলা হয়েছে আক্রান্ত রোগীর মধ্যে লক্ষণ প্রকাশের আগেই এই নভেল করোনাভাইরাস অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে।

সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পাবার আগেই শ্বাসযন্ত্রের মাধ্যমে বা পরোক্ষভাবে তা নতুন বাহকের মাঝে ছড়িয়ে পড়ে।

রিপোর্টে আরো বলা হয়েছে, শুধুমাত্র আক্রান্তদের সাথে অন্যদের চলাচল কমিয়ে দিলেই যে এই মহামারি রোধ করা সম্ভব এমনটি নয়। কারণ, লক্ষণবিহীন ব্যক্তিদের দ্বারাও এই রোগ ছড়ায়।

এ ভাইরাসটির প্রকৃতি এবং কিভাবেই বা তা রোধ করা যেতে পারে - এ সম্পর্কে এখনো বিজ্ঞানীরা বিশদভাবে জানার চেষ্টা করছেন। ইতিমধ্যে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়