ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় ছয় সপ্তাহের নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ছয় সপ্তাহের নবজাতকের মৃত্যু

করোনায় মৃত্যুর ঝঁকিতে সবচেয়ে বেশি বয়স্করা। এই ধারণাকে মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মারা গেলো ছয় সপ্তাহের এক নবজাতক। দেশটির অঙ্গরাজ্য কানেকটিকাটের গভর্নর এই খবর নিশ্চিত করেছেন।

গভর্নর নেড ল্যামন্ট টুইটারে জানান, ওই নবজাতককে অচেতন অবস্থায় গত সপ্তাহের শেষ দিকে হাসপাতালে ভর্তি করানো হয়। শত চেষ্টাতেও বাঁচানো যায়নি তাকে। করোনায় এটাই সবচেয়ে কম বয়সীর মৃত্যু দাবি ল্যামন্টের।

কানেকটিকাটের গভর্নর টুইটারে লিখেছেন, ‘গত রাতে পরীক্ষায় নবজাতকের কোভিড-১৯ পজিটিভ এসেছে। তার মৃত্যু খুবই হৃদয়বিদারক। আমরা যতটুকু জানি, কোভিড-১৯ এর কারণে যে কোনো জায়গায় এটাই সবচেয়ে কম বয়সী কারো ‍মৃত্যু।’

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে, মারা গেছে ৫ হাজারের বেশি। আর পুরো বিশ্বে কোভিড-১৯ এর সংক্রমণ হয়েছে ৯ লাখ ৩৭ হাজার মানুষের মাঝে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়