Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

৭০ দিনের মধ্যে ইরানে সর্বনিম্ন মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৭০ দিনের মধ্যে ইরানে সর্বনিম্ন মৃত্যু

করোনাভাইরাসে শনিবার (১৬ মে) ইরানে ৩৫ জন মারা গেছে। যা গেল ৭ মার্চের পর সর্বনিম্ন। তবে দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্যদিকে ধারাবাহিকভাবে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। খবর এএফপির।

ইরানে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩৭। অবশ্য শুক্রবার (১৫ মে) দেশটিতে আক্রান্তের সংখ্যা এক মাসের মধ্যে সর্বোচ্চ ছিলো। শনিবার আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫৭ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৯২ জন।

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গেল ২৪ ঘণ্টায় আমরা আমাদের ৩৫ জন স্বদেশিকে হারিয়েছি। যা ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন। আমরা আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে এ পর্যন্ত সেরে উঠেছে ৯৩ হাজার ১৪৭ জন।

আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলেও ২১৮টি কম ঝুঁকিপূর্ণ কাউন্টিতে জুমা’র নামাজ আদায় অনুমতি দেওয়া হচ্ছে আগামী শুক্রবার থেকে। ২৪ মে থেকে দেশটির রেস্টুরেন্টও খুলে দেওয়া হবে। আর ৬ জুন থেকে যেসব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল মার্চে, সেগুলো খুলবে। নেওয়া হবে ফাইনাল পরীক্ষা।

তবে সবকিছুই হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি এমনটাই ঘোষণা দিয়েছেন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়