ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৭ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় বিরোধী দলের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি আইনজীবীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

প্রায় দুই দশক ধরে চলা সমাজতান্ত্রিক পার্টির ক্ষমতার অবসান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে গত এপ্রিল থেকে বিক্ষোভ করছে বিরোধীরা। বিক্ষোভ চলাকালে সংঘর্ষে এ পর্যন্ত ১০৬ জন নিহত হয়েছে। তবে প্রেসিডেন্ট মাদুরো এ বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তার দাবি, একটি অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে অনুগতদের দিয়ে ক্ষমতা দখলের চক্রান্ত করছে ওয়াশিংটন।

ভেনেজুয়েলার সরকারি আইজীবীর দপ্তর জানিয়েছে, পশ্চিমের মেরিদা রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৩ বছরের এক যুবক, রাজধানী কারাকাসে ১৬ বছরের এক কিশোর নিহত হয়েছে। এছাড়া বুধবার একই এলাকায় মুখোশধারী এক বিক্ষোভকারীও সংঘর্ষে নিহত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়