ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাসের কারণে উ. কোরিয়ায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪০, ২৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাভাইরাসের কারণে উ. কোরিয়ায় জরুরি অবস্থা

করোনাভাইরাসের আশঙ্কায় দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছাকাছি শহর কায়েসং পুরোপুরি লকডাউন করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। সম্ভাব্য মহামারি ঠেকাতে দেশে ঘোষণা করেছেন জরুরি অবস্থা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

শহরটিতে এক ব্যক্তির মধ্যে কোভিডের লক্ষণ দেখা দেওয়ায় ‘সর্বোচ্চ জরুরি ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। তারা জানিয়েছে, ওই ব্যক্তি বছরখানেক আগে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিল। গত সপ্তাহে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে উত্তর কোরিয়ায় ঢুকেছেন তিনি।

সরকারিভাবে এই ব্যক্তিকে যদি করোনা রোগী হিসেবে ঘোষণা দেওয়া হয়, তবে তিনিই হবেন উত্তর কোরিয়ার প্রথম ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। উত্তর কোরিয়া মহামারির শুরু থেকে বলে এসেছে তাদের একজনও কোভিড রোগী নেই, যদিও বহিঃবিশ্বের বিশেষজ্ঞদের এনিয়ে সন্দেহ রয়েছে।

 

ঢাকা/ফাহিম

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়