ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লেবাননে দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪১, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লেবাননে দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা

বন্দর এলাকায় মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় লেবাননের সরকার বুধবার (৫ আগস্ট) দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে। ওই বিস্ফোরণে এ পর্যন্ত কমপক্ষে ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভয়াবহ এই বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে লেবানন। যদিও অনেকে শঙ্কা প্রকাশ করছেন যে এই ঘটনার নিরপেক্ষ ও যথাযথ কারণ নাও প্রকাশ করতে পারে সরকার।

মঙ্গলবারই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে বৈরুত বন্দরের একটি বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা শহরই ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ২৪০ কিলোমিটার দূর থেকেও টের পাওয়া গিয়েছিল বিস্ফোরণের তীব্রতা। শক ওয়েবে ভেঙে পড়েছিল ৫ কিলোমিটারের মধ্যকার দালানগুলোর জানালার কাচ। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈরুতের ৪০ শতাংশ ঘরবাড়ি।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়