ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাসিন্দাদের বিনামূল্যে করোনা পরীক্ষা করবে হংকং

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৭ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাসিন্দাদের বিনামূল্যে করোনা পরীক্ষা করবে হংকং

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে আনতে বাসিন্দাদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করতে যাচ্ছে হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিওন (এইচকেএসএআর) সরকার। শুক্রবার (৭ আগস্ট) এ কথা জানান সরকারের প্রধান নির্বাহী ক্যারি লাম।

গত মাস থেকে হংকংয়ে ভাইরাসটির সংক্রমণ ফের বেড়েছে। এই পরিস্থিতিতে বাসিন্দাদের বিনামূল্যে করোনা টেস্টের প্রস্তাব দিচ্ছে সরকার।

দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানান লাম। প্রথমবার শহরটিতে ব্যাপক হারে করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে হংকং। 

লাম বলেছেন, ‘হংকংয়ের পরিস্থিতি এখনও জটিল, আক্রান্তের সংখ্যা এখনও ঊর্ধ্বগামী।’

জানুয়ারি থেকে এ পর্যন্ত হংকংয়ে করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ৩ হাজার নয়শ জন, তাদের মধ্যে মারা গেছেন ৪৬ জন।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ